২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

জীবন বাঁচাতে আটকেপড়াদের আকুতি

 দেশজনতা অনলাইন ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ এখনো ভবনটির ভেতরে আটকে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে আটকেপড়া অনেকে আগুন থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন।একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ির জন্য আকুতি জানাচ্ছেন তারা। না হলে তারা আগুন থেকে বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন।

ভিডিওটিতে আরও দেখা গেছে, আটকে পড়া লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজ নিজ ফ্লোর থেকে বের হওয়ার চেষ্টা করছেন। ধোঁয়ার কারণে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেকে নাক মুখ ঢেকে বের হওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার দুপুরে ২২ তলা ভবনের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

আগুন লাগার পরই অনেকে দ্রুত দৌড়ে ভবন থেকে বেরিয়ে আসেন। আবার অনেকে আটকে পড়েন ভেতরেই। অনেকে আশ্রয় নেন ভবনটির ছাদে।

ভেতরে আটকে পড়া লোকজন ভবনে সিঁড়ি লাগিয়ে তাদের উদ্ধার করার আকুতি জানাচ্ছেন। তারা জানান, ‘ধোঁয়ার কারণে আমরা নিঃশ্বাস নিতে পারছি না। ধোঁয়ায় আমরা মারা যাব। আমাদের বাঁচান।’

২২ তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে। বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে।

বেলা একটার দিকে আগুন লাগার পর আড়াই ঘণ্টার মতো সময় অতিবাহিত হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারও কাজ করছে। এছাড়া আশপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ