২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

মাদারীপুরে বাস খাদে, প্রাণ গেল ৭ জনের

অনলাইন

মাদারীপুরে ওরস মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত অন্তত ৫০ জন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা হয়। হতাহত সবাই এ বাসে থাকা মুসল্লি। এঁদের বেশির ভাগের বাড়ি সদর উপজেলার ভাঙা ব্রিজ এলাকায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় ওরস মাহফিল শেষে লোকজন বাসে করে মাদারীপুর সদরের ভাঙা ব্রিজ এলাকায় ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। আহত অন্তত ৫০ জন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রকাশ :মার্চ ২৮, ২০১৯ ২:২৭ অপরাহ্ণ