২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

ঢাকায় বিএন‌পির স্বাধীনতা র‌্যালি

দেশজনতা অনলাইন : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে র‌্যালি করেছে বিএনপি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। মালিবাগ ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন দলটির নেতাকর্মীরা।

ব্যানার, ফেস্টুন, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ও হেডার, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নিজ নিজ ইউনিট এবং শাখার বড় বড় ব্যানার, বিশাল আকারের দলীয় ও জাতীয় পতাকা পুরো র‌্যালিকে বর্ণিল করে তোলে। অনেকের হাতে দেখা গেছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, কারো হাতে তারেক রহমানের ছবিযুক্ত প্ল্যাকার্ড।

র‌্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ থেকে ৪৮ বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, মুক্ত নই। আজকে একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যারা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় তাদেরকে আমরা অপসারণ করি, আসুন । জনগণের ঐক্য সৃষ্টি করে দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি এবং একইসঙ্গে গণতন্ত্রকে মুক্ত করি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নেত্রীকে (খালেদা জিয়া) আজ সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আজকে তাঁকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না।’

র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা অংশ নেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৯ ৬:২৬ অপরাহ্ণ