১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

চুড়িহাট্টার আগুনের ভিডিও ফুটেজ দেওয়ায় হত্যার হুমকি!

দেশজনতা অনলাইনঃ চকবাজারের চুড়িহাট্টার যে ভবনে ভয়াবহ আগুনে ৭১ জনের প্রাণহানি হয়েছে, সেই ওয়াহেদ ম্যানসনের মালিকের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

রাজমহল হোটেলের মালিক মোহাম্মদ আজম ওয়াহেদ ম্যানসনের মালিক মো. হাসানের বিরুদ্ধে সোমবার চকবাজার থানায় ওই জিডি করেন। জিডি নম্বর ১১৬৬।

বুধবার তিনি জানান, ‘আগুনের ঘটনায় ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ায় আমাকে ২০ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাকে দেখে নেবে, খেয়ে ফেলবে- এ ধরনের আরও অনেক কথা বলেছেন।’

‘আমি এসব হুমকিতে ভয় পাই না। ২৫ মার্চ চকবাজার থানায় একটি জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

এ বিষয়ে ওয়াহেদ ম্যানশনের মালিক হাসানের সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

চুড়িহাট্টার ওই আগুনের ঘটনার কিছু অংশ রাজমহল হোটেলের সিসি ক্যামরায় ধারণ করা ছিল। পুলিশ সিসি ক্যামেরার সেই ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। ফুটেজটি গণমাধ্যমে প্রকাশও হয়। সেখানে দেখা যায়, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়েছে।

রাজমহল হোটেলের মালিক বলেন, ‘আমি কাউকে কোনও ফুটেজ দেইনি। ঘটনার পর পুলিশ সব নিয়ে গেছে। তারপরও আমাকে হাসান দায়ী করছেন। তিনি এলাকার অনেককেই ফোন করে গালিগালাজ করছে। আমি উপায় না পেয়ে জিডি করেছি।’

প্রকাশ :মার্চ ২৭, ২০১৯ ৪:৩৩ অপরাহ্ণ