১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

রোনালদোর ইনজুরি গুরুতর নয় : জুভেন্টাস

খেলা ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইনজুরি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে জুভেন্টাস। সোমবার সার্বিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ম্যাচ খেলতে গিয়ে রোনালদো ডান থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হন।

লিসবনের ম্যাচটিতে ইনজুরি সমস্যা দেখা দেয়ায় মাঠেই চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিন্তু ৩১ মিনিটে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। একটি বল তাড়া করতে গিয়ে রোনালদোর থাইয়ের পেশীতে টান পড়েছিল।

ম্যাচের পরপরই ৩৪ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছিলেন, ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। আগামী ১০ এপ্রিল আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে তিনি সুস্থ হয়ে মাঠে ফেরারও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছিলেন আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আমি মাঠে ফিরতে পারবো।
জুভেন্টাসের পক্ষ থেকে কাল থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মাঠে ফেরার ব্যপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। রোনালদোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জুভেন্টাস জানিয়েছে।

এ্যামাস্টারডামের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে সিরি-এ টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস লিগে এম্পোলি, কাগলিয়ারি ও এসি মিলানের মোাকাবেলা করবে।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ