দেশজনতা অনলাই ডেস্কঃ ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো মোরাতার নৈপুণ্যে মাল্টাকে হারিয়ে ইউরোর বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।
মঙ্গলবার রাতে মাল্টার মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্পেন। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বাছাই শুরু করা দলটি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে থাকা স্পেনের গোল পায় ৩১তম মিনিটে। মারিও হেরমেসোর লম্বা করে বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মোরাতা।
৭৩তম মিনিটে হেসুস নাভাসের দারুণ ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

