১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত, ২ লাখ ইয়াবা উদ্ধার

অনলাইন

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা বহনকারী ২ রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মিয়ানমার থেকে মাদক বহন করে বাংলাদেশে নিয়ে আসছিল বলে দাবি করেছে বিজিবি।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, বুধবার ভোরে টেকনাফের খারাংখালী নাফনদী সীমান্ত এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফ ২ বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় ইয়াবা বহনকারীরা। বিজিবিও এসময় পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে দুইজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৯ ৯:৪৮ পূর্বাহ্ণ