১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সকাল ১০টায় মিরপুরের শেওড়াপাড়ায় এ দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয়রা।

মোটরসাইকেল আরোহীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

এ খবর নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিত কুমার রায় জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

প্রকাশ :মার্চ ২৫, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ