দেশজনতা অনলাই ডেস্কঃ বিভিন্ন অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বেলা পৌনে ১২টা দিকে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
রোববার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলার ভোট বন্ধ হওয়ায় এখন ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ওই নির্দেশনায় বলা হয়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রে জোড়পূর্বক ব্যালট পেপারে সিল দেওয়া এবং কিছু অনিয়মের জন্য ন্যায় সঙ্গত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনু্ষ্ঠান করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে।
তাই কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই উপজেলা পরিষদের ভোট স্থগিত রাখার জন্য বলা হয় ওই নির্দেশনায়।