১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

২০৫০ সালের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে আমেরিকা: জরিপ

 আগামী ৩০ বছরের মধ্যে আমেরিকা বিশ্বে প্রভাব হারাবে বলে মনে করেন দেশটির বেশির ভাগ নাগরিক। নতুন এক মতামত জরিপে এ তথ্য পাওয়া গেছে।

পিউ রিসার্চ সেন্টারের চালানো এ মতামত জরিপে দেখা গেছে যে, মার্কিন ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ছয় জনই মনে করেন, ২০৫০ সালের মধ্যেই আমেরিকা বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

জরিপের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই এমন ধারণা পোষণ করছেন। তবে শ্বেতাঙ্গ এবং তুলনামূলকভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্য এ ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায় যে, মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সমর্থকদের ৬৫ শতাংশ এ ধারণা পোষণ করছেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন যে, ২০৫০ সালের বিশ্বে প্রভাব হারাবে আমেরিকা।

অন্যদিকে, অনেক মার্কিন নাগরিকই মনে করেন, বিশ্বে চীনের প্রভাব বাড়বে। এ ছাড়া আগামী ৩০ বছরের মধ্যে আমেরিকাকে অতিক্রম করবে নিশ্চিতভাবেই অনেকে ধারণা ব্যক্ত করেছেন। অন্যদিকে কেউ কেউ বলেছেন, এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে।

জরিপে দেখা গেছে, আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্য খাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন।

 

প্রকাশ :মার্চ ২৪, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ