১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫২

সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ: মূলহোতা রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার

অনলাইন

৩০শে ডিসেম্বরের ভোটের পর নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিনের জামিন বাতিল (রিকল) করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার সকালে সাপ্তাহিক ছুটির দিনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ জামিন বাতিলের এ আদেশ দেন।

এর আগে ছুটির দিনে বা রাতে চেম্বার জজ আদালতে মামলা শুনানির নজির থাকলেও ছুটির দিনে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের শুনানি এই প্রথম। গত সোমবার হাইকোর্টের একই বেঞ্চ রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ দিয়েছিলেন। যা গত বৃহস্পতিবার প্রকাশ পায়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডিপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিৎ রায় বলেছিলেন, ‘এ মামলার আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করেছেন। জামিন আবেদনে বলা হয়েছিল হাইকোর্টের এনেক্স-১৭ নম্বর বেঞ্চে শুনানি হবে। কিন্তু তারা জামিন প্রদানকারী বেঞ্চে আবেদনটি নিয়ে যান।

উল্লেখ্য, গত ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় ওই রাতেই রাতে মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী ওই গৃহবধূর ঘর ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই নারীর স্বামী ও চার সন্তানকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে। এ সময় তাকে পিটিয়ে আহতও করা হয়।

ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর চরজব্বর থানায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

প্রকাশ :মার্চ ২৩, ২০১৯ ১২:৩৯ অপরাহ্ণ