বিদেশ ডেস্ক
চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক একটি কারখানায় বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছে। আহত ৯০ জন। কারখানায় আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে চীনের ইয়ানচেং শহরে তিয়ানজিয়াই কেমিকেমেলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যে রাসায়নিক কারখানায় আগুনের সূত্রপাত, সেখানে সার তৈরি করা হতো। এ ঘটনার পর চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে অনেক এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সময় ২ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
ঘটনাস্থলের অনেক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় আগুন ও ধোঁয়ায় চারপাশ ভরে গেছে। অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

