১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১২

সব ধরনের সেমি মিলিটারি বন্দুক নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

বিদেশ ডেস্ক

সব ধরনের মিলিটারি-স্টাইল সেমি অটোমেটিক বন্দুক নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড। দেশটির ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ান, স্টাফ ও বিবিসির।
বৃহস্পতিবার এ ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। আগামী ১১ এপ্রিল অস্ত্র সংক্রান্ত এই নতুন আইন পাশ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চের মসজিদে যে বন্দুক দিয়ে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সেমি মিলিটারি অ্যাসল্ট বন্দুক। এই ক্যাটাগরির সব ধরনের বন্দুক নিষিদ্ধ করলো দেশটি। মর্মান্তিক ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন মুসল্লি নিহত হয়।

প্রকাশ :মার্চ ২১, ২০১৯ ৯:৩৩ পূর্বাহ্ণ