বিদেশ ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বিষয়ে নীরব থাকায় ইউরোপীয় নেতাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে হামলাকারীকেও হুমকি দেন এরদোগান।
এরদোগান বলেন, ‘মসজিদে হামলা নিয়ে ইউরোপ নীরব হয়ে আছে কেন? অন্যদিকে তাদের মিডিয়া এ ঘটনার খবর দেয়ার ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে।’ হামলার আগে ওই সন্ত্রাসী একটি মেনিফেস্টো পাঠায়; যাতে তুরস্কের ইস্তাম্বুল শহরকে খ্রিস্টানদের সম্পত্তি বলে উল্লেখ করে তা তুরস্কের হাত থেকে উদ্ধারের অঙ্গীকার করা হয়।
এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা এখানে হাজার বছর ধরে আছি এবং কিয়ামত পর্যন্ত থাকব। তোমরা ইস্তাম্বুলকে কনস্টান্টিনোপলে পরিণত করতে পারবে না। তোমাদের আগেও অনেকে এসেছিল এবং লাশ হয়ে ফেরত গেছে। কোনো সন্দেহে নেই তোমাদেরকেও আমরা লাশ বানিয়ে ফেরত পাঠাব।’