১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

নরসিংদীতে আ.লীগের দু’গ্রুপের গোলাগুলি, নিহত

অনলাইন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। নিহতরা হলেন-ওই গ্রামের ইকবাল হোসেন (৩০) ও আমানউল্লাহ (২৭)।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মোজাফর হোসেন জানান, হতাহত সবাই চেয়ারম্যান জাফর ইকবালের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশ :মার্চ ১৯, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ