১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২০

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

অনলাইন

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে’ দুই ভাই নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ হাজার ৬ পিস ইয়াবা, দুইটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২)। তারা কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকে ছেলে।

উখিয়ার থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবা কারবারি দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, দেশের তৈরি দুইটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ :মার্চ ১৫, ২০১৯ ২:৩৪ অপরাহ্ণ