১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:১৬

নিউজিল্যান্ডের হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

বিদেশ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীতে হামলায় এখন পর্যন্ত ৪০ জনের নিহত হবার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের কনসাল শফিউর রহমান জানান, নিহতদের একজন হলেন কৃষিবিদ ড. আবদুস সামাদ। তিনি ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্ত্রীরও সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত।

মিসেস হোসনে আরা ছবি নামে আরেক বাংলাদেশির নিহত হবার খবর দিয়েছেন। এছাড়া চার পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

প্রকাশ :মার্চ ১৫, ২০১৯ ২:১২ অপরাহ্ণ