১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর ছবি প্রকাশ্যে

বিদেশ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে ব্যক্তি হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জন ব্যক্তিকে হত্যা করেছেন তার ছবি প্রকাশ্যে এসেছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই মসজিদে হামলা চালান তিনি।

বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি মুহুর্মুহু গুলি চালাতে শুরু করেন। এতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

মসজিদের হামলার এ ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের বিভিন্ন প্রান্তে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কোনায় প্রায় ১৫টি মৃতদেহ স্তূপ হয়ে রয়েছে। হামলাকারী তাদের কাছে গিয়ে মৃতদেহের ওপর মুহুর্মুহ গুলি চালাচ্ছেন।

প্রকাশ :মার্চ ১৫, ২০১৯ ১০:৪১ পূর্বাহ্ণ