১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

ডাচ্-বাংলা ব্যাংকের সেবা ১৫-১৮ মার্চ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

কারিগরি উন্নয়নের জন্য কয়েক দিন বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম, এটিএম সেবা, পিওএস, ক্রেডিট কার্ড সেবা, ই–কমার্স ও এজেন্ট ব্যাংকিং সেবা ১৫–১৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

ডাচ্-বাংলা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া ব্যাংকটি গ্রাহকদের এসএমএস দিয়েও তাদের কার্যক্রম ও সেবা বন্ধ থাকার বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাচ্-বাংলা ব্যাংকের কারিগরি উন্নয়নের জন্য ১৫ থেকে ১৮ মার্চ শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ডাচ্-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে।

প্রকাশ :মার্চ ১৫, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ণ