২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

ব্রিটিশ সাংসদদের রায়: এখনই ব্রেক্সিট নয়

বিদেশ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এখনই বিচ্ছেদ (ব্রেক্সিট) চাইছেন না বেশির ভাগ ব্রিটিশ সাংসদ। বৃহস্পতিবার হওয়া ভোটাভুটিতে এখনই ইইউ না ছাড়ার পক্ষে রায় দিয়েছেন ৪১৩ জন সাংসদ। এখনই ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছেন ২০২জন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ভোটাভুটির পর থেরেসা মে জানিয়েছেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও একবার ভোটাভুটি হবে। সাংসদদের রায়ের ওপর ভিত্তি করে ব্রেক্সিট তিন মাসের জন্য পিছিয়ে যেতে পারে। আগামী ৩০ জুন ব্রেক্সিটের সম্ভাব্য তারিখ হতে পারে বলে তিনি জানান।
তবে ব্রেক্সিট পেছানোর বিষয়ে ইইউ’র অন্য ২৭ সদস্যকে একমত হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রকাশ :মার্চ ১৫, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ