১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

কেন্দ্রে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের অবাধ প্রবেশাধিকার নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদল ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, কেন্দ্রে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পক্রিয়া। যা চলবে বেলা ২টা পর্যন্ত। ভোট শুরু ঘণ্টাখানের মধ্যেই তিনি এ অভিযোগ করলেন।
এদিকে ড. মো. শহীদুল্লাহ হলে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল হক নুরু।

প্রকাশ :মার্চ ১১, ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ণ