১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ভোর ৬টার দিকে কড়াইল জামাই বাজারের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে দিকে একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৬টার দিকে মহাখালীর কড়াইল এলাকার ওই বস্তিতে আগুন লাগে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপমের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রকাশ :মার্চ ৯, ২০১৯ ৯:৩৬ পূর্বাহ্ণ