২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

শেষ মুহূর্তের নাটকীয়তায় পিএসজিকে হারিয়ে শেষ আটে ম্যান ইউ

খেলা ডেস্ক

শেষ মুহূর্তের নাটকীয়তায় পিএসজিকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। রাশফোর্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোল সবকিছু যেন পালটে দিল। যার ফলে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ম্যান ইউ।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে রোমেলু লুকাকুর দল। যারই কারণে পরের রাউন্ডের টিকেট পায় ম্যান ইউ। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল পিএসজি।

ম্যাচের ২ মিনিটের মাথায় পিএসজির ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান রোমেলু লুকাকু। ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বুফনকে কাটিয়ে পিএসজির বিপক্ষে লিড এনে দেন এই বেলজিয়ান স্ট্রাইকার। ম্যাচের ১২ মিনিটে দুর্বল ডিফেন্সের সুযোগে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল করতে ভুল করেননি জুয়ান বার্নাট। ১-১ গোলে সমতায় ফেরে পিএসজি।
৩০ মিনিটে আবারও লিড নেয় ম্যানইউ। এবারও পিএসজির ভুল। রাশফোর্ডের নেওয়া শট বুফন ধরতে ব্যর্থ হন। ফিরতি বল পিএসজির জালে জড়িয়ে লুকাকুর গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৫৫ মিনিটে গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। তবে অফ সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

ম্যাচের নাটকীয়তা তৈরি হয় শেষ মিনিটে। ম্যানইউ ডালটের নেওয়া শট পিএসজি’র ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। রেফারি কর্নারের সিদ্ধান্ত দেন। এরপর কি মনে করে যেন ভিডিও রিভিউতে যান রেফারি। সেখানে হ্যান্ডবলের কারণে কর্নারের সিদ্ধান্ত বদলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর তাতে গোল করতে ভুল করেননি রাশফোর্ড।

ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায় ম্যানউই। আর দুই লেগ মিলে ৩-৩ সমতায় ম্যাচ। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে প্রতিপক্ষের মাটিতে এক গোল বেশি করায় শেষ আট নিশ্চিত করে সুলশারে শিষ্যরা।

প্রকাশ :মার্চ ৭, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ