১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক

১৯০২ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গোড়াপত্তন হয়েছিল রিয়ালের। ১১৬তম জন্মদিনে এসে রিয়াল এমন ধাক্কা খাবে তা কে জানত! কোথায় কেক কাটা হবে, কাঠি পড়বে উৎসবের ঢাকে, তা না, চলছে শোকের মাতম। রিয়াল সমর্থকদের মৌসুম যে শেষের আগেই শেষ! কাল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে আগের তিনবারের চ্যাম্পিয়নরা। এর আগে তাঁরা ছিটকে পড়েছে কোপা ডেল রে থেকেও। আর লা লিগার শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পিছিয়ে আছে ১২ পয়েন্ট (২৬ ম্যাচ শেষে) । অর্থাৎ লিগ জয়ও রিয়ালের জন্য অনেক অনেক দূরের বাতিঘর। দলটির এমন আশ্চর্য পতনের পেছনে রয়েছে ঘরের মাঠে টানা তিন হার—যেখানে তিন ম্যাচ মিলিয়ে সান্তিয়াগো সোলারির দল এক গোল করার বিপরীতে হজম করেছে ৮ গোল!

জিরোনার সঙ্গে লিগ ম্যাচ ধরলে ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারল রিয়াল। নিজেদের দুর্গে তারা সবশেষ এমন অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে ২০০৪ সালে। কার্লোস কুইরোজ তখন রিয়াল কোচের দায়িত্বে। গত ১৫ বছরের মধ্যে এবারই প্রথম ঘরের মাঠে এতটা অসহায় রিয়াল। ১ হাজার দিনের বেশি সময় ইউরোপ-সেরার মুকুট ধরে রাখার পর কাল রিয়াল ছিটকে পড়েছে শেষ ষোলো থেকে। ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ল রিয়াল। ২০১০ সালে রিয়াল কোচের পদ থেকে ম্যানুয়েল পেলেগ্রিনি চলে যাওয়ার পর প্রতিবারই ন্যূনতম সেমিফাইনাল খেলেছে দলটি।

রিয়াল কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন জিনেদিন জিদান। কোচ হিসেবে তিনি কেমন ছিলেন তার ছিটেফোঁটা বুঝিয়ে দেবে এই পরিসংখ্যান—চলতি মৌসুমে এ পর্যন্ত ১৪ ম্যাচ হেরেছে রিয়াল। জিদান কোচ থাকতে তাঁর শেষ দুই মৌসুম মিলিয়ে এতগুলো ম্যাচ হেরেছিল ‘লস ব্লাঙ্কোস’রা। কাল আয়াক্সের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ৪-১ গোল ব্যবধানে হার চ্যাম্পিয়নস লিগে তাঁদের ঘরের মাঠে নকআউট পর্বে সবচেয়ে বাজে হারও।

ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ফিরতি লেগে রিয়ালের ছিটকে পড়ার নজিরও বেশ পুরোনো। সবশেষ এমন ঘটেছে ২৫ বছর আগে উয়েফা কাপের তৃতীয় রাউন্ডে। ডেনিশ ক্লাব ওডেনেস বোল্ডক্লাবের মাঠে প্রথম লেগ জয়ের পর ফিরতি লেগ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল রিয়াল। চ্যাম্পিয়ন হিসেবে এবার ইউরোপ-সেরার এই টুর্নামেন্টে অংশ নিয়ে শেষে দ্রুতই বিদায় নিল তারা। ২০১২-১৩ মৌসুমে সবশেষ এমন নজির দেখা গেছে—যেখানে চ্যাম্পিয়ন চেলসি বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই।

গত ১২ ডিসেম্বর সিএসকেএ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে হেরেছিল রিয়াল। তারপর কাল হারল আয়াক্সের কাছে। রিয়াল তাঁদের ইতিহাসে এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে অন্তত টানা দুই ম্যাচ হারল। এর মধ্যে শেষ ম্যাচটি (কাল) এমন সময়ে হলো (বাংলাদেশ সময়) যখন ছিল রিয়ালের জন্মদিনের প্রহর। আর আয়াক্স কিনা এই প্রহরকে প্রলয় বানিয়ে ছাড়ল!

প্রকাশ :মার্চ ৬, ২০১৯ ৪:২৩ অপরাহ্ণ