১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৬

বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারা দেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা মামলায় জর্জরিত। যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন—বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে।
জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।

তারেক রহমানকে রাজনীতি থেকে বিলুপ্ত করে দেয়ার জন্য নির্বাসিত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানোর কথা হচ্ছে। জনগণ মনে করে গ্যাসের দাম বাড়ানো যাবে না। দাম বাড়ালে জনগণ তা মেনে নেবে না।

প্রকাশ :মার্চ ৫, ২০১৯ ৩:৩২ অপরাহ্ণ