১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৩

এবার ভারতীয় সাবমেরিন ‘রুখে’ দিল পাকিস্তান

বিদেশ ডেস্ক

উত্তপ্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় ভারতীয় একটি সাবমেরিন আটকে দিয়েছে দেশটির নৌবাহিনী। এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী।

মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র জানান, সোমবার রাতে জলসীমায় প্রবেশের করায় ভারতীয় সাবমেরিনটি আটকে দেওয়া হয়েছে।

নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।
কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলার পর থেকে পারমাণবিক অস্ত্রের অধিকারী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর এ অভিযান আগুনে ঘি ঢালার কাজ করেছে।

প্রকাশ :মার্চ ৫, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ