১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। নিহত দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং এলাকায়।
সোমবার মাগরিবের সময় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন তারা। ওমরা পালন শেষে তারা মদিনা জিয়ারতে যান। সেখান থেকে ওয়াদি আল জিন্নীতে জিনের পাহাড় দেখতে গিয়েছিলেন চাচা-ভাতিজা। তখন হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
শীর্ষকাগজ/এম

প্রকাশ :মার্চ ৫, ২০১৯ ১১:৪০ পূর্বাহ্ণ