১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

পাক-ভারতের উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল: রবার্ট ফিস্ক

বিদেশ ডেস্ক

ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ার পিছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক রবার্ট ফিস্ক। তিনি বলেছেন, নয়াদিল্লির ওপর ইসরায়েলের প্রভাব ক্রমশ বাড়ছে। আর তা বাড়ার ফলেই সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্টে এ খবর দিয়েছে।
ওই প্রতিবেদনে তিনি এর ব্যাখায় বলেছেন, ভারতের হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে বিরাজমান মুসলমান বিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরায়েল। নয়াদিল্লির কাছে আরও অস্ত্রশস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি চাইছে তেল আবিব। ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং পাকিস্তান-ভারত সম্পর্ককে আরও উত্তেজনার দিকে ঠেলে দিতেও তৎপর রয়েছে ইসরায়েল।
মঙ্গলবার পাকিস্তানের ভূখণ্ডের ওপর চালানো হামলায় ইসরায়েলের তৈরি স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও তুলে ধরেন ফিস্ক। তিনি বলেন, এই সংঘর্ষের মধ্য দিয়ে ফিলিস্তিন দখলদার ইসরায়েল যে লাভের অংক গুনছে এটি তার পরিষ্কার প্রমাণ।

২০১৭ সালে ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত সে কথাও উল্লেখ করেছেন ফিস্ক। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ভারত ব্যয় করেছে ৭০ কোটি ডলার। ফিলিস্তিন এবং সিরিয়ায় এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল।

প্রকাশ :মার্চ ৩, ২০১৯ ৯:৫৪ পূর্বাহ্ণ