১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

অনলাইন

পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর এলাকায় তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ২টার দিকে মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা।

এসময় বাড়ির মালিক ও এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রকাশ :মার্চ ২, ২০১৯ ৯:২৮ পূর্বাহ্ণ