১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩

ওয়াঘা সীমান্তে মুক্তির অপেক্ষায় ভারতীয় পাইলট

বিদেশ ডেস্ক

ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন পাকিস্তানের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভি নন্দন বর্তমান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘায় পৌঁছেন অভি নন্দন। এ দিন সকালে তাঁকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেলে তাঁকে নিয়ে যাওয়া হয় ওয়াঘা-আতারি সীমান্তে।

এদিকে, অভিনন্দনের মুক্তির খবর পেয়ে সকাল থেকেই ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েক’শ মানুষ। ওয়াঘা সীমান্তে পৌঁছে গেছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনী এবং সেনার শীর্ষ কর্মকর্তারাও ওয়াঘা সীমান্তে উপস্থিত আছেন।

প্রকাশ :মার্চ ১, ২০১৯ ৫:৪৪ অপরাহ্ণ