১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

সকালের বৃষ্টিতে দুর্ভোগ, থাকবে আগামীকালও

নিজস্ব প্রতিবেদক

বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়, সকালে অনেক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে।
শুধু ঢাকা নয় দেশের সব বিভাগেও মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ দিকে বুধবার সকালের বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে রাস্তায় কমে যায় গণপরিবহনের সংখ্যা। অনেক জায়গায় প্রধান সড়ক ও অলিগলিতে হাটু পানি জমে যায়।

গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয় বেসরকারি অফিসগামী নাগরিকদের। ফার্মগেট ও কারওয়ানবাজার মোড়ে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাজপথে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইচ্ছামতো ভাড়া আদায় করতে দেখা যায়। বেহাল রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। কারওয়ানবাজারসহ রাজধানীর অনেক স্থানেই অল্পস্বল্প পানি জমে যায়।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ