১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

এবার ভারতে গোলাবর্ষণ পাকিস্তানের

বিদেশ ডেস্ক

মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমানবাহিনীর আকস্মিক বোমা হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কানাচক সীমান্তে পাকিস্তানও ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতও এর যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর অভিযানে ২০০-৩০০ ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলছে, ভারতের বিমান হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ৬:২১ অপরাহ্ণ