২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৬

দিবালার গোলে রক্ষা জুভেন্টাসের

খেলা ডেস্ক

ইতালিন লিগ সিরি আ’তে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বোলোনিয়ার বিপক্ষে দিবালার গোলে জয় পেয়েছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে নিজেদের সঠিকভাবে মেলে ধরতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

রবিবার স্থানীয় সময় বিকালে ১-০ গোলে জেতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। এনিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন দিবালা। আসরে তার মোট গোল চারটি।

ম্যাচের ২৮তম মিনিটে পিছিয়ে পড়তে পারতো জুভেন্টাস। তবে সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে ফাঁকি দিয়ে প্যারাগুয়ের ফরোয়ার্ড ফেদেরিকো সান্তান্দেরের নিচু শট পোস্টের একটু দূর দিয়ে চলে যায়।
৩১ মিনিটে বোলোনিয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েও গোল করতে ব্যর্থ হন জুভেন্টাসের ফেদেরিকো বের্নারদেস্কি।

৬৭তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় জুভেন্টাস। বাঁ দিক থেকে ব্লেইস মাতুইদির ক্রস ডি-বক্সে এক ডিফেন্ডার ঠেকানোর পর ফাঁকায় বল পান দিবালা। পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এদিকে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় জুভেন্টাস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা সানসোনের শট পোস্টে লেগে ফেরার পর আলগা বলে সান্তান্দেরের নেওয়া শট পাঞ্চ করে ফেরান গোলরক্ষক।

লিগে ২৫ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসে পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৫৬। অন্যদিকে মাত্র তিনটি ম্যাচ জয়ের দেখা পেয়েছে বোলোনিয়া।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৮:৫৪ পূর্বাহ্ণ