বিদেশ ডেস্ক
আসামে ভেজাল মদপানে ৬৬ জন চা শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় বেশ কয়েকজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল ও গোলাঘাট সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন নারী শ্রমিকও রয়েছেন। খবর নিউজ এইট্টিন’র।
সাপ্তাহিক মজুরি পাওয়ার পর ওই শ্রমিকরা মদপানের পর এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সালমারা চা বাগানের শ্রমিকরা মদ খাওয়ার পরপরই চারজন নারীর মৃত্যু হয়। পরবর্তী ১২ ঘণ্টায়, আরও আটজনের মৃত্যু হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।
ওই ঘটনার পর চা বাগানটির নিকটবর্তী জুগিবাড়ি এলাকার ওই অবৈধ মদ প্রস্তুতকারক ফ্যাক্টরির মালিকদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম- ইন্দুকল্প বোরদোলাই ও দেবা বোরা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের কম সময়ের আগে উত্তরাঞ্চলীয় ভারতে ভেজাল মদ খেয়ে শতাধিক ব্যক্তির মৃত্যুর পর আসামে এই ঘটনা ঘটলো।