১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

বিদেশ ডেস্ক

চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ২:৫৪ অপরাহ্ণ