১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

পেরু-ইকুয়েডর সীমান্তে ৭.৭ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক

বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ইকুয়েডর সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭ বলে জানা গেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, কম্পনের উৎসস্থল ছিল ইকুয়েডরের আমবেটোর মতো জনবহুল এলাকার ২২৪ কিলোমিটার বা ১৪০ মাইল দক্ষিণ পূর্বে।
মাটি থেকে প্রায় ১৩২ কিলোমিটার গভীরে হয়েছে এই কম্পন। শুক্রবার সকালের এই কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয় মানুষের মনে। প্রাথমিরভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে সুনামি ওয়ার্নিং সেন্টার সেই সতর্কতা তুলে নেয়। প্রাথমিক ভাবে ওই এলাকা থেকে কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইকুয়েডরের কুয়েনকা এলাকার বাসিন্দারা জানান, তীব্রভাবে মাটি দুলে উঠেছিল। প্রায় ৩০ সেকেণ্ড ধরে স্থায়ী ছিল সেই কম্পন।
আরেকটি কম্পনে কেঁপে ওঠে জাপান। দেশটির উত্তরে হোক্কাইডো দ্বীপে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৭ ম্যাগনিটিউড। তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষ-তির খবর এখনও পাওয়া যায়নি।
জাপান মেটিরিওলজিক্যাল এজেন্সির খবর অনুযায়ী, কম্পন ভালো রকম টের পাওয়া গেলেও কোনও সুনামির আশঙ্কা নেই।
সরকারি মুখপাত্র ইয়োশিহিদে সুগা জানান, বড় সড় কোনও ক্ষতির খবর নেই তবে এমারজেন্সি টাস্ক ফোর্স প্রস্তুত রাখা হয়েছে প্রাইম মিনিস্টারের অফিসে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ৯:১৬ পূর্বাহ্ণ