নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে চকবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বিষয়টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

