১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

আজ ১০ টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার সকাল ১০ টায় সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরতে এ গণশুনানির আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নিবেন, একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা প্রার্থী ও ভুক্তভোগিরা।

গণশুনানিতে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। এছাড়া সভাপতি মন্ডলির সদস্য হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মঈনুল হোসেন, আনিসুর রহমান খান,অধ্যাপক আবু সাঈদ খান, প্রফেসর দিলারা চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, অধ্যাপক ড. আসিফ নজরুল।

এর আগে ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করার কথা থাকলেও গত মঙ্গলবার বিকালে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের পর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তা দু’দিন এগিয়ে ২২ ফেব্রুয়ারি করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

গত মঙ্গলবারের বৈঠক শেষে ড. কামাল হোসেন অভিযোগ করেছিলেন, ঐক্যফ্রন্ট যেন কোথাও গণশুনানি কর্মসূচী বাস্তবায়ন করতে না পারে সেই জন্য সরকার রাজধানীর সকল হল রুমগুলো আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলেন। পুলিশের ক্লিয়ারেন্স ছাড়া কোন হলরুম ভাড়া দিচ্ছেনা বলেও তিনি অভিযোগ করেছিলেন। তাই ২২ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির মিলনায়তনটি পাওয়ায় কর্মসূচী দু’দিন এগিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

এই গণশুনানি থেকে কী অর্জন করবে ফ্রন্ট জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. কামাল বলেন, ‘সংবিধানে লেখা আছে, জনগণ ক্ষমতার মালিক। একাদশ নির্বাচনে কী ঘটেছিলো, তার বাস্তব অভিজ্ঞতা প্রার্থীরা জনগনের সামনে তুলে ধরবেন’।

গণশুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো ছাড়া অন্যকোন দল অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঐক্যফ্রন্টের শরিক দলগুলো ছাড়া বাম গণতান্ত্রিক জোটসহ সরকারের বাহিরে থাকা যেসব দল নির্বাচনে অংশ নিযেছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ণ