১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

সরকারের দায়িত্বহীনতার কারণেই এমন প্রাণহাণি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলেই মানুষের এমন প্রাণহাণি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন মির্জা ফখরুল ।
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতার কারণে মানুষ্য সৃষ্টি এসব দুর্যোগ ঘটছে।
গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। এ ঘটনায় সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে অগ্নিকাণ্ডে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মিটর্ফোড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ণ