১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৭

পাকিস্তানকে ‘শিক্ষা’ দিতে ২০০% শুল্ক আরোপ ভারতের

বিদেশ ডেস্ক

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-এর (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। শুধু তা-ই নয়, পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের এই সিদ্ধান্তের ফলে আর্থিকভাবে নাজুক পরিস্থিতে থাকা পাকিস্তান বাণিজ্যিকভাবে বেকায়দায় পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর সন্ত্রাসী হামলা হয়। আত্মঘাতী হামলায় সিআরপিএফের অন্তত ৪৯ জন জওয়ান নিহত হন। আহত হন ৪১ জন। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এই হামলার দায় স্বীকার করেছে। হামলার মাশুল পাকিস্তানকে দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় ভারত।

ভারত গত শুক্রবার পাকিস্তানকে দেওয়া এমএফএন মর্যাদা প্রত্যাহার করে। বিশ্ব বাণিজ্য সংগঠনের সদস্য হিসেবে পাকিস্তানকে ওই মর্যাদা দিয়েছিল ভারত।

এমএফএন মর্যাদা প্রত্যাহারের এক দিন পর গতকাল শনিবার ভারত জানায়, পাকিস্তান থেকে আসা বা দেশটির রপ্তানি করা সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত কার্যকরে ভারত সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করেছে।

ভারতের গণমাধ্যম বলছে, হামলার ঘটনায় পাকিস্তানকে ‘উচিত শিক্ষা’ দিতে প্রথমেই দেশটিকে বাণিজ্যিকভাবে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। তারা পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ৩:২০ অপরাহ্ণ