নিজস্ব প্রতিবেদক
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। আগামীকাল রবিবার বাদ ফজর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এজন্য শনিবার বিকাল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ইচ্ছুকরা আজ বিকাল থেকেই আসা শুরু করবেন। তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রথম পর্বের অনুসারীদের বিকাল ৫টার মধ্যেই ইজতেমা ময়দান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। যা শনিবার বেলা ১১টার দিকে আধাঘণ্টাব্যাপী আখেরি মোনাজাতের মধ্যে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ। প্রথম পর্বের মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেন।