নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন কলে খবর পাওয়া গেছে। এ সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন।
জানা গেছে, আজ শুক্রবার সকালে ইজতেমার প্রথম দিনে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বয়ান চলছিল। তার পাশেই সিলিন্ডার গ্যাসে রান্না হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন সাতজন। সেখানে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দৌড়াদৌড়ি করার সময় সেখানে আরও ১৩ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ইজতেমায় এ পর্যন্ত বার্ধক্যজনিত কারণে তিনজন ও সড়ক দুর্ঘটনায় একজন মুসল্লি মারা গেছেন।