১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩৪

রাজশাহীতে রাস্তার পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে রাস্তার পাশ থেকে মতিউর রহমান ওরফে মতি (৪০) নামে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জেলার গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মতি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর রেলবাজার মহল্লার সৈয়দ আলীর ছেলে। মতিউর একজন মাদক ব্যবসায়ী ছিলেন।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে জেলার গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, কে বা কারা মতিউর রহমানকে হত্যা করেছেন তা তিনি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১২:৩৮ অপরাহ্ণ