১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আশরাফের বোন লিপি

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থী জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রার্থিতা প্রত্যাহার করায় রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ ঘোষণা দেন। সৈয়দা জাকিয়া নূর লিপি প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। গত ৩১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন আওয়ামী লীগের সৈয়দা জাকিয়া নূর লিপি, জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন। গত ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন জাতীয় পার্টি ও গণতন্ত্রী পার্টির প্রার্থী দুজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে তারা টিকে যান। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য ছিল। এ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে মৃত্যুবরণ করেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ