নিজস্ব প্রতিবেদক
ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ারে’ নিজের ফ্ল্যাট থেকে রোববার রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, “বাসার গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সে কিছু করেছে।”
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

