১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

চবিতে ছাত্রলীগের ২ পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ, আহত ৩

অনলাইন

পূর্ববিরোধের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তিন ছাত্রলীগকর্মীর আহত হবার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের সেই দুই পক্ষ হচ্ছে সিক্সটি নাইন ও সিএফসি। এ এ ঘটনায় ক্যাম্পাসে রাতভর উত্তেজনা বিরাজ করে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবেনা। ক্যাম্পাসে এসব বিশৃংখলাকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৯ ৯:২৫ পূর্বাহ্ণ