১৭ই এপ্রিল, ২০২৫ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৫
ব্রেকিং নিউজ

নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

নদী দখলকারীদের নির্বাচন করার অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। তুরাগ নদী রক্ষায় একটি রিট মামলার বিচার শেষে আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ ঐতিহাসিক রায় দেন। একই সঙ্গে নদী দখলকারীদের ঋণ পাওয়ার অযোগ্য ঘোষণা করেন হাইকোর্ট। এই রায়ে ঢাকার তুরাগ নদকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে দেশের সকল নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণাও দেন হাইকোর্ট।
নদী রক্ষা কমিশন যাতে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা নিতে পারে, সেজন্য আইন সংশোধন করে ‘কঠিন শাস্তির’ ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারকে। পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ, স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেইজ তৈরি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নিতে বলে হাইকোর্ট।

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৯ ৫:০৪ অপরাহ্ণ