১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটোর এলডেরাডো পার্ক লোকেশনে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।
শনিবার সন্ধা প্রায় ৮টার সময় নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ দোকান মালিকের ঘরের দিকে ছুটেন।
তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাজমুল হুদা বিপ্লবের দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া পৌরসভা ১নং ওয়ার্ড, উত্তর শ্রীধর পুর গ্রামের, হোসেন সারেং বাড়ি।

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৯ ৯:৪৪ পূর্বাহ্ণ