১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক

আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছেন বিএনপি’র র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই জনসভার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন তিনি। এসময় জনরায়ের প্রতি আওয়ামী লীগের অবজ্ঞা ও আওয়ামী লীগের রাজনীতিতে মানবিকতার কোনো স্থান নেই বলে জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আগামী ৮ ফেব্রুয়ারির জনসভা সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি গ্রহণের আহবান জানাচ্ছি।
রিজভী আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ক্ষয় হতে হতে এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিরোধী দল, মত ও বিশ্বাসের ওপর চলছে দমন-পীড়ন।

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ