১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বলিউডে নজর কেড়েছেন সারা আলি খান। ‘কেদারনাথ’-এ তিনি নিজের জাত চিনিয়েছেন। ‘সিম্বা’তেও সারার পারফরম্যান্স দর্শকের পছন্দ হয়েছে। তাঁর রক্তে অভিনয়।

বাবা সাইফ আলি খান, মা অমৃতা সিংহ সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়কে পেশা হিসেবে নেবেন, এ সিদ্ধান্ত নেওয়ার পর সাইফ তাঁকে গাইড করেছেন। পরামর্শ দিয়েছেন কারিনাও। কিন্তু সারা বড় হয়েছেন মায়ের কাছেই। তাঁর ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়।
বাবা-মায়ের বিচ্ছেদ সারা দেখেছেন। মায়ের কাছে বড় হলেও বাবা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে বাবাকে নিয়মিত কাছে তিনি পাননি। কিন্তু তা নিয়ে কোনও ক্ষোভ নেই সারার।

বরং বাবা-মায়ের বিচ্ছেদকেই তিনি সমর্থন করেছেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সারা বলেন, “যে বাড়ির মানুষগুলো ভালো নেই, সে বাড়িতে থাকা মুশকিল। আমার বাবা, মা দু’জনেই খুব সুখী মানুষ। আনন্দ করতে ভালোবাসে। কিন্তু আলাদা আলাদা ভাবে। একসঙ্গে ওরা ভাল থাকবে না। ওরা সেটা অনেক আগেই বুঝেছিল। আমি তো এটা সৌভাগ্য হিসেবেই দেখব। কারণ এখন আমার দু’টো বাড়ি রয়েছে। যেখানে আমি আনন্দে, নিশ্চিন্তে থাকতে পারব।

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৯ ১০:০৯ পূর্বাহ্ণ